টিভিএস পরিবারের পক্ষ থেকে সুখবর। আবারও শুরু হলো টিভিএস ঈদ উৎসব ২০২১, অবিশ্বাস্য সব অফার নিয়ে ঈদ এর আনন্দ ভাগাভাগি করতে টিভিএস বাইক আছে আপনার অপেক্ষায়। মেগা ক্যাশব্যাক অফারে এই ঈদ টিভিএস বাইক কিনলে পাবেন ১০০% পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। ঈদের উৎসব কাটুক স্বপ্নের টিভিএস এর সাথে।
শর্তাবলিঃ
১. অফারটি ঈদ-উল-ফিতরের চাঁদ রাত পর্যন্ত প্রযোজ্য।
২. ১টি মোটরসাইকেল ক্রয়ের বিনিময়ে ১টি স্ক্র্যাচ কার্ড প্রদান করা হবে। ছেড়া স্ক্র্যাচ কার্ড গ্রহণ করবেন না।
৩. স্ক্র্যাচ কার্ড এর আবৃত অংশটি ঘষে আপনার প্রাপ্য ক্যাশব্যাক জেনে নিন।
৪. পুরষ্কার বিজয়ীগণ টিভিএস এর যেই সেলস সেন্টার থেকে ক্রয় করেছেন সেখানেই কার্ডটি জমা দিয়ে আপনার ক্যাশব্যাক বুঝে নিন।
৫. পুরষ্কার প্রদানের ক্ষেত্রে টিভিএস অটো বাংলাদেশ লিঃ এর সিদ্ধান্তই চূড়ান্ত। কর্তৃপক্ষ যেকোন সময়ে এই অফারের নিয়মাবলী, সময়সীমার পরিবর্তন, পরিবর্ধন ও সংযোজন করতে পারবে।
৬. উপহার গ্রহণের জন্য ক্রেতাকে অবশ্যই কার্ডে উল্লেখিত QR Code- এর ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে।
তাই আর দেরি কেন? করোনা প্রতিরোধে সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের সকল শোরুম ও ডিলার পয়েন্ট খোলা আছে, আজই চলে আসুন স্বপ্ন পূরণে।
যেকোনো প্রয়োজনে ইমেইল করুন
[email protected]Viber, WhatsApp এ যোগাযোগ করতে পারবেন এই নম্বরে: ০১৯১৯১৮৯১১১ ০১৯১৯১৯৪২২২