জিরো মোটরসাইকেলের সঙ্গে মিলে বৈদ্যুতিক বাইক আনছে হিরো মটোকর্প


জিরো মোটরসাইকেলের সঙ্গে মিলে বৈদ্যুতিক বাইক আনছে হিরো মটোকর্প
হিরো মটোকর্প মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জিরো মোটরসাইকেলের সাথে মিলিত হয়ে একটি নতুন যৌথ উদ্যোগ গ্রহন করেছে। তারা যৌথভাবে বৈদ্যুতিক মোটরসাইকেল নির্মান করার জন্য একটি চূড়ান্ত চুক্তি করেছে। বর্তমানে বৈদ্যুতিক মোটরসাইকেলের চাহিদা বৃদ্ধির কারনে প্রায় প্রতিটি কোম্পানিই বৈদ্যুতিক মোটরসাইকেল নির্মান এবং বাজারজাত করন করে আসছে। তবে এবারই প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল নির্মান এর কথা জানিয়েছে হিরো।
তবে ঠিক কবে বাজারে আসবে এই বাইকটি তা জানা যায়নি। ধারনা করা হচ্ছে খুব শিগ্রই লঞ্চ হবে এই বৈদ্যুতিক মোটরসাইকেলটি।

হিরো মটোকর্প এর সিইও (চিফ এক্সিকিউটভ অফিসার) জানান, “জিরো মোটরসাইকেলের সাথে তাদের অংশীদারিত্ব হলে গতিশীল এবং টেকসই প্রযুক্তি যুগের সূচনা হবে। তিনি আরও জানান ভারত এবং আমাদের বৈশ্বিক বাজারে বৈদ্যুতিক গতিশীলতা ত্বরান্বিত করার জন্য উন্মুখ হয়ে রয়েছেন হিরো মটোকর্প।

এদিকে জিরো মোটরসাইকেলের সিইও (চিফ এক্সিকিউটভ অফিসার) বলেন, “আমরা হিরো মটো কর্পকে আমাদের অংশীদার হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত। সেই সাথে তিনি এটাও বলেন যে, আমরা উভয় কোম্পানি একত্রিত হয়ে আমাদের রাইডিং অভিজ্ঞতাকে কাজে লাগানোর মাধ্যমে বিশ্বে অসাধারণ, উদ্ভাবনী পণ্য আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

জিরো মোটরসাইকেলের সাথে একত্রিত হয়ে ৪৯০ কোটি টাকা বিনিয়োগ করবে হিরো মটোকর্প। তাদের এই যৌথ অংশিদারিত্বের মাধ্যমে ভারতের জন্য ই-বাইকের একটি নতুন পরিসর তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Related News

Yamaha Launches Two New Bikes in BangladeshYamaha is always at the top to bring new bikes with modern features for its customers. In continuation of this, Yamaha brought the premium sports segment scooter Aerox 155 cc in the Bangladesh market.  With a price tag of Tk 5,30,000, the scooter has advanced technologies like Traction Control, ABS, VVA and Y Connect. At the same time, Yamaha management announced theBangla....English
Honda launches its first BS-VI motorcycle The all new SP 125 with PGM-FI technologyAs the leading motorcycle manufacturer, Honda envisions a future where people can enjoy mobility freedom while minimizing environmental impact which contributes to improved air quality and blue sky for children, mitigating the adverse effects of pollution. Leading the way in innovation and advanced technology, Bangladesh Honda Private Limited is thrilled to announce the launch of the all new SP 125 BS-VI with....English
Yamaha Celebrates 7 Years with ACI MotorsACI Motors is the sole distributor and technical collaboration partner of Yamaha motorcycles in Bangladesh. ACI Motors started its journey in 2007 as a subsidiary of renowned company ACI Limited. In 2016, Yamaha started a new journey in Bangladesh with ACI Motors. At present, more than 116 Yamaha 3S (Sales, Service and Spares) dealer points became popular by serving with full satisfactionBangla....English
Any modifications to the Bike are illegal and prohibitedAfter buying a bike, many of us think about modifying it to make it more attractive. Again we modify many times. Minor changes may be made for maintenance or repair purposes, but major changes are not legal. Today we will know about the modifications that are illegal and prohibited on a bike.1. After buying a bike, many of us change its color,Bangla....English
New Bike of TVS Apache series is coming to Shake the Road!Recently, some teasers have been released from the Facebook page of TVS Bangladesh. At the end of the teaser is the Apache series logo; Which proves that the upcoming model will be one of TVS's premium segment Apache series. It is expected to be one of the bikes with Apache series fuel injection engine. The teaser released by TVS Bangladesh page furtherBangla....English