বাইকে যেই মডিফিকেশন গুলি বেআইনি এবং নিষিদ্ধ


বাইকে যেই মডিফিকেশন গুলি বেআইনি এবং নিষিদ্ধ
বাইক কেনার পর আমরা অনেকেই এটিকে মডিফাই করে আরও আকর্ষনীয় করে তোলার কথা চিন্তা করে থাকি। আবার অনেক সময় মডিফাই করেও থাকি। মেইনটেন্যান্স বা মেরামতের স্বার্থে ছোট খাটো কিছু পরিবর্তন করা গেলেও বড় ধরনের পরিবর্তন করা আইন সংগত নয়। আজ আমরা জানব একটা বাইকে যেই মডিফিকেশন গুলি বেআইনি এবং নিষিদ্ধ সে সম্পর্কে।

১) বাইক কেনার পর আমরা অনেকেই তার রঙ, একজস্ট নোট, লাইট পরিবর্তন করে থাকি । এতে হয়তোবা আমাদের বাইকটি আগের চাইতে বেশি দৃষ্টিনন্দন হতে পারে। কিন্তু এই পরিবর্তন আমাদের জন্য ঝুকির কারন হয়ে দাঁড়ায়। কারন এই ধরনের মডিফিকেশন ট্রাফিক আইনের পরিপন্থি। এর জন্যে আমারা মামলা এবং জরিমানার সম্মুখিন হতে পারি।

২) ট্রাফিক আইনে নিষিদ্ধ যেই মডিফিকেশন গুলি আমরা বাইকে করে থাকি তাতে আমাদের মোটা অংকের অর্থ ব্যয় হয়ে থাকে। আমরা যখন ট্রাফিক আইনের সম্মুখিন হয় তখন আমাদের এই মডিফিকেশন গুলি পরিবর্তন করে আবার পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে হয়। পাশাপাশি জরিমানাও গুনতে হয়। তাই বাইক মডিফিকেশন করার চিন্তা থাকলে তা এখনি মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে।

৩) আমরা অনেকেই আমাদের বাইকের সাইলেন্সার পরিবর্তন করে থাকি। কোম্পানি থেকে যে সাইলেন্সার দেয়া হয় বাইকের সাথে তা পরিবর্তন করে উচ্চ শব্দের সাইলেন্সার ব্যবহার করে থাকি। এসব উচ্চস্বরের সাইলেন্সার থেকে যে শব্দদূষণ তৈরী হয় তা ট্রাফিক আইন লংঘনের সামিল। তাই সাইলেন্সার পরিবর্তনের মাধ্যমে বাইক মডিফিকেশন করা থেকে বিরত থাকতে হবে আমাদের।

৪) আমরা অনেক সময় বাইকের নম্বর প্লেটে বিভিন্ন ধরনের মডিফাই করে থাকি। যেটা সম্পূর্ন আইন পরিপন্থি। প্রতিটা গাড়ির নম্বর প্লেট তৈরী করার সময় নির্দিষ্ট বিধিমালা অনুসরন করা হয়। এই বিধিমালা অমান্য করে নম্বর প্লেট এর স্টাইল পরিবর্তন করলে নানা রকমের সমস্যায় পড়তে হয়। তাই নম্বর প্লেট এর ফ্রন্ট,রং এমনকি ডিজাইন পরিবর্তন করা থেকে বিরত থাকতে হবে।

৫) বাইকের রঙ পরিবর্তন স্পম্পূর্ন বেআইনি না হলেও এই কাজ না করাই উত্তম। বাইকের রঙ পরিবর্তনের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী পরিবর্তন করা যায়। তবে এই কাজটি করতে নিরুতসাহিত করা হয়ে থাকে। করন চুরি হওয়া বাইক সাধারনত রঙ পরিবর্তন করে অন্য জায়গায় বিক্রি করা হয়ে থাকে। তাছাড়া বাইক কেনার সময় ডকুমেন্টস হিসেবে যেই কাগজ দেয়া হয় সেটাতে রঙের বিষয়টি উল্লেখ থাকে। তাই রঙ পরিবর্তন না করাই ভালো।

Related News

New Bike of TVS Apache series is coming to Shake the Road!Recently, some teasers have been released from the Facebook page of TVS Bangladesh. At the end of the teaser is the Apache series logo; Which proves that the upcoming model will be one of TVS's premium segment Apache series. It is expected to be one of the bikes with Apache series fuel injection engine. The teaser released by TVS Bangladesh page furtherBangla....English
Hero MotoCorp to collaborate with US-based Zero Motorcycles on eBikesHero MotoCorp has entered into a new joint venture with Zero Motorcycles of California, USA. They have entered into a final agreement to jointly manufacture electric motorcycles. Currently, due to the increasing demand for electric motorcycles, almost every company is manufacturing and marketing electric motorcycles. However, this is the first time Hero has announced the production of electric motorcycles.However, it is notBangla....English
RunR HS E-scooter will run at a speed of 70 km per hourRunR HS, the world's popular scooter manufacturer, has brought a new e-scooter or electric scooter to the market. This company claims that this e-scooter can travel 70 km in an hour. That is, its speed will be 70 km per hour. This scooter can be run up to 100 km on a single charge.A 60V 40AH lithium removable ion battery is usedBangla....English
Top Ten Fastest Motorcycles in the WorldThe fastest car in the world, the Devel Sixteen has a top speed of 400 miles per hour. But unbelievable as it is true, motorcycles are ahead of all other vehicles when it comes to average top speed on the road. Today we will discuss about 10 motorcycles which are faster than other bikes.Dodge TomahawkFirst among the world's fastest bikes is theBangla....English
Indian National Speed Endurance Record on the TVS Apache RR 310TVS Motor Company set a new 24-hour Indian National Speed Endurance Record on the TVS Apache RR 310; clocked 3,657 kms at an average speed of 152 km/h at NATRAX, Indore - Asia’s longest highspeed track- TVS Apache RR 310 broke the previously held record of 3,141 kms in India- The challenge has made its way into the India Book of Records....English